দেবহাটায় সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও আলোচনা সভা

68

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)  : সাতক্ষীরা জেলার দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের রোভার গ্রুপের  রোভারদের মহামারী ডেঙ্গু প্রতিরোধে এক জন্য  র‍্যালী,আলোচনা সভা ও পরিচ্ছন্নতা  বিষয়ক কর্মসূচী কলেজ রোভার সম্পাদক মোঃ আবু তালেব এর নেতৃত্বে কলেজে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সিনিয়র রোভার মেট শেখ নাহিদুর রশিদ, ইমতিয়াজ মাহাবুব সিয়াম ও মোত্তাসি.বিল্লাহর  তত্ত্বাবধানে একদল রোভার আগাছা পরিষ্কার,  সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে  সচেতনতা বিষয়ক আলোচনা ও প্রধান সড়কে র‍্যালীর মাধ্যমে সমাপ্ত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রীতা রানী ও রোভার উপদেষ্টা প্রভাষক স্বপন কুমার মন্ডল,সখীপুর  প্রাথমিক  বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শেফালী ব্যানার্জি ও সহকারী শিক্ষক রমজান আলী সহ বিভিন্ন সুধিজনেরা।