মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ) পাটকেলঘাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।
এর আগে তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাছিয়াড়ার ঘোড়াবটতলা নামক এলাকায় থেকে পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত জারিফ গাজীর ছেলে শফিকুল গাজী (২৮) ও একই থানার নগরশ্রীরামপুর গ্রামের আরশাফ গাজীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন উপরোক্ত আদেশ প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।