এসএম বাচ্চু, তালা প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমণ রোধে তালায় সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার এরশাদ চত্বর(তিন রাস্তা মোড়) হতে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগ। মাক্স বিতরণ ও জনসচেতনা মূলক প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম,তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ আকিব, যুগ্ন আহবায়ক(১) নূর হোসেন রাজন, যুগ্ন আহবায়ক(২) শাহারুজ্জামান শোভন সহ তালা সদর ইউনিয়েনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,সাতক্ষীরা জেলা সহ দেশের অধিকাংশ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর সার্বিক তত্বাবধানে মাক্স ও জনসচেতনামূলক প্রচার-প্রচারণা করা হয়।