সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীদের চাকুরী জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা দপ্তরী কল্যান সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার ৬ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর কমিটির সভাপতি কামরান ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী কমিটির সভাপতি মাসুদুর রহমান , সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ টিটুল হোসেন, কালীগঞ্জ উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী কমিটির সভাপতি আনোয়ার ইসলাম, হরিনাকুন্ডু উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী কমিটির সভাপতি আলতাব হোসেন, কোটচাঁদপুর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী কমিটির সভাপতি ইমরান হোসেন, মহেশপুর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী কমিটির সভাপতি সেলিম রেজাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীদের চাকুরী জাতীয়করণের জন্য সরকারের কাছে দাবি জানান।