নওয়াজ শরিফ পিয়াস : জীবননগর থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযান বুধবার রাতে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছেন।
আটক মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ার মৃত জহিরউদ্দিন ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন (৩০)।
জীবননগর থানা সুত্র জানান,জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোস্তাফিজ,এএসআই সুলতান ও মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মনোহরপুর আবাসন এলাকার একটি বাগানে অভিযানে চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতার করেরন। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।