অমারেশ কুমার বিশ্বাস ,রাজগঞ্জ ( যশোর ) : যশোর ৫( মনিরামপুর ) আসনের জাতীয় সংসদ সদস্য বাবু স্বপন ভট্রাচার্য্য ( চাঁদ) সর্বপ্রথমে জাতীর জনকসহ ১৫ আগষ্ট সকল শহীদদের প্রতি সমবেদনা ও মাগফিরাত কামনা করেন ।
ঝাঁপা ১ নং ওর্য়াডের আওয়ামীলীগের সভাপতি ছায়েদআলীর আয়োজনে ও কামাল মাষ্টারের পরিচালনায়
মাস ব্যাপী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা শহিদস্মরণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য বলেন , ১৫ আগষ্ট বাংলাদেশের জাতির জনকসহ স্বপরিবারে নির্মম হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে আর কোন নজির নেই । সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যুদ্ধ পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বনির্ভরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছিলেন , ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনা সদস্যরা জাতির জনককে হত্যার পরিকলাপনা করে । পরিকল্পনা অনুযায়ী ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে স্বপরিবারে হত্যা করে জাতির পিতাকে । বিপথগামী সেনা সদস্যরা এতেই ক্ষান্ত হয়নি দেশকে ধ্বংস করার জন্য তারা ১৯৭১ এ পরাজিত পাক দোসরদের সহায়তায় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে ।
বি -এনপি -–জামায়াত ক্ষমতায় থাকার সময় অনেক অন্যায় অত্যাচার করেছে , দেশকে পঙ্গু বানিয়ে ছেড়েছে। আজ শেখ হাসিনার সরকার সেই সব বাধা বিপত্তি উপেক্ষা করে মুজিব আর্দশে এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলছে । উন্নয়নের এই ধারাকে অব্যহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে । শক্তিশালী করতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইসলামী ব্যাংকের ভিপি জয়নাল আবেদীন , খেদাপাড়া ইউপি চেয়ারম্যান সরদার মুজিবর রহমান ,উত্তম চক্রবর্ত্তী (বাচ্চু) , ঝাঁপা পুলিশ ফাঁড়ির আই সি সাখায়াত হোসেন , আলাউদ্দিন রহমান , প্রভাষক মিজানুর রহমান , জামাল রহমান , ৯নং ঝাঁপা ইউনিয়নের যুবলীগের আহবায়ক সোহেল রানা , ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর গফুর ,রবিউল ইসলাম (রবি) , দিপংকার হালদার , মোশারেফ হোসেন , সামছুর রহমান ,রাজ্জাক হোসেন, রনি , অমেদ আলী,হাবিবুর রহমান , সোহেল রানা , মিজানুর রহমান , মতিয়ার রহমান , শিমুল রহমান।