অান্তর্জাতিক ডেস্ক:
সাংবাদিক জামাল খাশোগির নিহত হওয়ার বিষয়টি শেষমেষ স্বীকার করতে যাচ্ছে, সৗদি আরব।
বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর একজন তদন্ত কর্মকর্তার ভুলের কারণে খাশোগির প্রাণ যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস।
সৌদি আরবের নতুন ভাষ্য হবে, তুরস্ক থেকে খাশোগিকে জিজ্ঞাসাবাদ বা আটক করে দেশ নিয়ে আসার বিষয়টি অনুমোদন করেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্ত একজন গোয়েন্দা কর্মকর্তা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভুলবশত তাকে হত্যা করেন।
এদিকে রয়টার্স বলছে, ৯ ঘন্টার তল্লাশিশেষে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেট ছেড়েছে তুর্কি পুলিশের ১০ সদস্যের একটি দল। পরীক্ষার জন্য কনস্যুলেটের মাটির সেম্পল ও একটি ধাতব দরজা সংগ্রহ করেন তারা। খাশোগির লাপাত্তা রহস্য নিয়ে আলোচনায় সৌদি আরব গেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। অন্যদিকে রিয়াদের বিনিয়োগ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে গুগল।