আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর পৌরসভার উদ্যোগে মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে ১৩ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কাউন্সিলরদের হাতে ওই মাস্ক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোশাররফ হোসেন, কাউন্সিলর খাদিজা খাতুন, কামাল খান, কবির হোসেন ও আফজাল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌরসভার সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে পৌরসভার সকল মসজিদ ও মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য কাউন্সিলরদের কাছে ১৩ হাজার মাস্ক এবং ৭০টি বড় হেস্কিসল প্রদান করা হয়েছে।