কেশবপুর ত্রিমোহিনী বাজারে ব্রাজিল সমর্থকদের ৭ শত ফুট লম্বা পতাকা উত্তোলন

158
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha

আজিজুর রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের ত্রিমোহিনী বাজারে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ৭শত ফুট লম্বা পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার ত্রিমোহিনী বাজারের পোস্ট ই সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম মুকুল ব্রাজিল দলের সমর্থকদের নিয়ে এ উদ্যোগ নিয়েছেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম রাজু, আল আমিন আহমেদ,ইউনুছ আলী, আতিয়ার রহমান, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, সোবান, সোহাগ হোসেন, নাজিম, রবিউল ইসলাম, আলিম,নজরুল, রায়হান, রাকিব, শামীম, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম কবির ও সুমন প্রমুখ। ভালবাসার প্রিয় ফুটবল দলকে সমর্থন দিতে নিজেদের পকেটের টাকা খরচ করে এমন আয়োজন করেছেন তারা।

এব্যাপারে সাইফুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা ফুটবল বিশ্বকাপ খেলায় ব্রাজিলের সমর্থক। দলকে নিয়ে আমাদের অনেক আশা-প্রত্যাশা রয়েছে। আমাদের দল চ্যাম্পিয়ন হবে। আমরা আমাদের দলের প্রতি ভালোবাসা ও বিশ্বকাপ ফুটবল খেলাকে উপভোগ করার জন্য ব্রাজিলের ৭শত ফুট লম্বা পতাকা তৈরি করেছি। আমরা কয়েকজন বন্ধু মিলে এবার প্রথম এই পতাকা তৈরি করেছি। আগামীতে এর চেয়ে বড় পতাকা তৈরি করার পরিকল্পনা রয়েছে।’ ব্রাজিলের আরেক সমর্থক আনোয়ারুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা বিশ্বকাপে ব্রাজিলকে কতটা ভালোবাসি তা দেখানোর জন্য এই পতাকা তৈরি করেছি। আমরা আশা করছি এবার ব্রাজিল বিশ্বকাপ জয় করবে।’

এদিকে প্রতিবছরের মতো এবারও কেশবপুরের বিভিন্ন বাসা-বাড়ি, রাস্তার মোড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালিসহ বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করেছেন সমর্থকরা। এ ছাড়া বিভিন্ন দলের জার্সি পরেও ভক্তরা তাদের সমর্থন জানান দিচ্ছেন।