আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কেশবপুর উপজেলা এক সপ্তাহ লকডাউন ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় এক সভা থেকে সর্বাত্মক লকডাউনের এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, কেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ।


