আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৪৮০ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় প্রধান অতিথি হিসেবে দুই লাখ ১৬ হাজার টাকা বিতরণ করেন পৌরমেয়র রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান পৌর কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।


