কেশবপুরে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন কর্মহীন ২৮ পরিবার

34

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়ে ২৮ জন ৩৩৩ নম্বর এ ফোন করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তা পেলেন কেশবপুরের ক্ষতিগ্রস্থ ২৮ জন পরিবার।

মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ ঘর বন্ধী নি¤œ আয়ের হতদরিদ্র ২৮ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তা ১০ কেজি চাউল,৫কেজি আটা,২ লিটার তৈল,১কেজি মুসুর ডাল, ও ১কেজি লবণ মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সামনে বিতরণ করেন উপজেলা বাস্তবায়ন প্রল্পক অফিসার মোহাম্মদ রিজিবুল ইসলাম। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন,৩৩৩ নম্বর এ ফোন করায় ক্ষতিগ্রস্থ ২৮ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৩৩৩ নম্বর এ ফোন দিলে খাদ্য পাবেন ক্ষতিগ্রস্থ পরিবার।