এদিন হাসপাতালে টিকা গ্রহণ করেছে ১ হাজার মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে কেশবপুর হাসপাতালে ৪১৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ছিল না। হাসপাতালে গতকাল শনিবার নমুনা দিয়েছে ১২ জন।
এর মধ্যে করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে ৪ জন। এদিকে টিকা গ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছে ৬৭ হাজার ১৩৫। গতকাল শনিবার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেছে ৯শ’ ৮০ জন। আর দ্বিতীয় ধাপে টিকা গ্রহণ করেছেন ৭ হাজার ১৩৫ জন। এদিকে শহরে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ঘোষণা দেওয়া জরুরি বিধি-নিষেধ উপেক্ষা করে চলছে। শহরে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মাস্ক ব্যাবহারে কোনো আগ্রহ নেই।


