কেশবপুরে হরিহর নদে বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী জাল দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করার অভিযোগ

42

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে হরিহর নদে বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী জাল দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুচ আলী, মিন্টু গাজী, আহম্মদ আলী, গেয়াস উদ্দীনসহ অনেকেই দীর্ঘ দিন ধরে নদিতে বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী জাল দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে মাছ শিকার করে আসছে। বর্ষ মৌসুমে নদিতে পানির ¯্রােত প্রবল থাকলেও বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী থাকায় পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর জোর দাবী প্রশাসনের হস্তক্ষেপে যাহাতে ওই বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী উচ্ছেদ হয়ে পানি প্রবাহের পথ উন্মুক্ত হয়। এ ব্যাপারে মুঠোফোনে ৮নং ওয়ার্ড কাউন্সিলার মফিজুর রহমান খান মফিজ সাংবাদিকদের জানান, হরিহর নদের কেউ অবৈধ ভাবে বাঁশের তৈরি বেঁড়া (পাটা) ও ভেশালী দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ হরিহর নদের পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে দ্রুত তা উচ্ছেদ করা হবে।