কেশবপুরে সাবেক মাদকসেবীর হামলায় এক যুবক গুরুতর আহত – টাকা লুট

14

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সাবেক মাদকসেবীর হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার জাহানপুর গ্রামের মৃত কালিপদ দাসের ছেলে রবিন দাস (৩৭) সাংবাদিকদের জানান আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের তারাপদ দাসের ছেলে সাবেক মাদকসেবী অসিত দাস কিশোর দাস লাঠি দিয়ে আমাকে মারপিট করে আহত করে।

এসময় আমার পকেটে থাকা টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় । এই রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল বলে আহত রবিন দাস জানান । এ ব্যাপারে সরাসরি অসিত দাস ও কিশোর দাসের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের জানান রবিন দাস আমাদেরকে আগে মারপিট করেন । এরপর আমরা তাকে লাঠি দিয়ে আঘাত করি সে মিছেভাবে কোন ক্ষত না হওয়ার পরেও সে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসার সালিশ হয়।

ঐ সালিশে আহত রবিন দাসকে চিকিৎসার জন্য সাড়ে ৩ হাজার টাকা প্রদান করা হয় এবং বিষয়টি মিমাংসা করা হয়েছে ।