কেশবপুরে যুবলীগের আহবায়কের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

24
লাল সবুজের কথা। Lal Sobujer Kotha

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ ও পৌর যুবলীগ নেতা লিটন গাজীর বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ ও বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টার প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদ মোল্লা,উপজেলা যুবলীগের সদস্য ও পৌর যুবলীগ নেতা জয় ভদ্র জগাই,আল হেলাল,আল আলাল দিলু,সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা,উপজেলা ছাত্রলীগের নেতা খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।