কেশবপুরে মাথা গোঁজার ঠাঁই পেল ১২ পরিবার

32

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কেশবপুরে ১২টি উপকারভোগী পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে এ উপজেলায় উপকারভোগীদের মধ্যে এসব হস্তান্তর করা হয়।
কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে ১২টি উপকারভোগী পরিবারের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হোসাইন শওকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ।দু’শতক জমির দলিল, নামজারির খতিয়ানসহ দু’শতক জায়গার ওপর সুদৃশ্য রঙিন টিনের ছাউনিযুক্ত বাড়ি পাওয়া উপকারভোগীরা হলেন মজিদপুর গ্রামের এস এম শরিফুল ইসলাম, প্রতাপপুর গ্রামের ফতেমা খাতুন, লক্ষীনাথকাটি গ্রামের জাহানারা বেগম, একই গ্রামের আবু দাউদ গোলদার, শ্রীফলা গ্রামের ইলিয়াস হোসেন, আবু সাঈদ, মমতাজ বেগম ও আব্দুল হালিম, বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি গ্রামের তবিবুর রহমান, ইকবল হোসেন ও শহর আলী গাজী এবং ভান্ডারখোলা গ্রামের ছালমা খাতুন।উপকারভোগীরা আবেগ আপ্লুত ও অশ্রুসিক্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, এতদিন অনেক কষ্টের মধ্যে থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে অনেক আনন্দিত আমরা। আর চিন্তা নেই, সন্তানদের নিয়ে এখন নিরাপদে থাকতে পারবো।