আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে মাইক প্রচার জুলফিকার আলী নামের এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ উঠেছে। আহত যুবককে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার জাহানপুর গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে জুলফিকার আলী ’সরদার (৩৫) সাংবাদিকদের জানান, ঈদকে সামনে রেখে শনিবার সন্ধায় ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীতে সরসকাটি বাজারে গরু বিক্রি করা হবে বলে মাইকে প্রচার করা হয়।
এই সময় সাতবাড়ীয়া বাজারে পৌছানোর মাত্রই সাতবাড়ীয়া গ্রামের বুলু সরদারের ছেলে রনি সরদারের নেতৃত্বে ৪/৫ জন মিলে আমাকে মারপিঠ করে গুরুতর আহত করার পর আমার কাছে থাকা নগদ ৮ শত টাকা ও ১০ হাজার টাকার মূল্যের একটি টার্চ ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ রির্পোট লেখা পর্যন্ত কেশবপুর থানায় কোন অভিযোগ হয়নি বলে আহত জুলফিকার আলী জানান।
এব্যাপারে রনি সরদারের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।