আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে ঈদ পরবর্তী সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে ৬ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখা,সড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানোয় কেশবপুর থানার মোড় এলাকায় রবিউল ইসলামকে ১হাজার টাকা,কেস্টপদ বিশ্বাসকে ৫শ টাকা,ভোগতির আব্দুর রশিদকে ৫শ টাকা,সাবদিয়া মহিদুল ইসলামকে ১ হাজার টাকা,মুলগ্রামের কানাই নন্দীকে ২ হাজার টাকা,আব্দুল লতিফকে ১ হাজার টাকা,সাগর হোসেনকে ২শ টাকা,ও নাদিম মাহমুদকে ২শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী অফিসের পেশাকার বিশ্ব জিৎ দত্তসহ সেনা সদস্য ও থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এদিকে রবিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।