আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে লকডাউনের বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতে দুইদিনে ২৭ জনকে ১৭হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন হাটবাজারে লকডাউনের বিধিনিষেধ না মেনে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা নির্বাহী অফিসের পেশাকার বিশ্ব জিৎ দত্তসহ সেনা সদস্য ও থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।