কেশবপুরে খাল খনন না করে মাটি বিক্রির অভিযোগ

14

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে অবৈধভাবে সরকারী খালের মাটি বিক্রি করার অভিযোগ পাওয়াগেছে। এ ব্যাপারে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বগা পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে বগা খাল খননের জন্য সরকারীভাবে ২১ লাখ টাকা বরাদ্দ এসেছে। কিন্তু সমিতি কর্তৃপক্ষ বগা খাল খনন না করে খালের মাটি সাতক্ষীরা জেলার বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিয়ে উক্ত বারাদ্দের টাকা আত্নসাতের পায়তারা করছে। এ ব্যাপারে বগা পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমবায় সমিতির ৫নং গ্রুপের সভাপতি আরফাজাল ইসলাম ও এলাকাবাসির পক্ষে রায়হান সুমন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।