কেশবপুরে কঠোর অবস্থানে প্রশাসন

31

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
মহামারী করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে শুক্রবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধি নিষেধ বা লকডাউন। বিধি নিষেধ বাস্তবায়নে আইনশ্খৃলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে আছে সেনাবাহিনী।

কঠোর লকডাউনের প্রথম দিনে কেশবপুর উপজেলা প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। শুক্রবার সকালে থেকে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফতা হোসেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা সেনা সদস্যদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে যেয়ে কঠোর লকডাউনের প্রথম দিন কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। তারা পাশাপাশি বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না,আর প্রয়োজনে বাজারে আসলে স্বাস্থবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজন মিটিয়ে ঘরে ফিরতে হবে বলে পরমর্শ দেওয়া হয়। লকডাউনের বিধি নিষেধ অমান্য করে গোপনে দোকান পাট খোলা রাখা,মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আলদাতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।

এদিকে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিীন সকাল থেকে থানার পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন হাটবাজারে কঠোর লকডাউনের প্রথম দিন দায়িত্ব পালন করেছেন। দুপুর ১২ টার পর কেশবপুর পৌর শহরসহ উপজেলার হাট বাজারের ঔষধ বাদে সব দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলি রয়েছে একবারে ফাঁকা।