কেশবপুরের ৩৮তম বিসিএস এর ক্যাডারদের সাথে ইউএনও-র সৌজন্য সাক্ষাত By Lal Sobujer Kotha - July 5, 2020 43 আজিজুর রহমান : কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান ৩৮ তম বিসিএসে কেশবপুর থেকে অন্তরভুক্ত হওয়া ১১ জন ক্যাডারে সাথে সৌজন্য সভা করেছেন। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদের নির্বাহী অফিসার আলোচনা করেন।