কৃষকের ধান কেটে দিলো মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগ

72

নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতি করোনার করাল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। ভয়ঙ্কর করোনার থাবা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। বাংলাদেশে খাদ্য ঘাটতি পূরণে কৃষির বিকল্প নেই, কিন্তু করোনার কারনে কৃষকের ধান কাটার লোক সংকট দেখা দিয়েছে। কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগ। ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের নির্দেশে ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহিন-এর নেতৃত্বে গরীব অসহায় কৃষকের ধান কেটে দেন আজ।