কুমিল্লার দেবিদ্বারে ৫৭ পিস ইয়াবা সহ ইউসুফ গ্রেফতার

22
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ। গ্রেফতাকৃত যুবকের নাম মো.ইউসুফ(৩১), সে উপজেলার পোনরা বাজার এলাকার আঃ মালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টায় দেবিদ্বার থানার এস আই মো. মোর্শেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার বারেরা পশ্চিম পাড়াস্থ আব্দুল সোবাহান মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ কে আটক করে।

এ ব্যপারে দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.মিজানুর রহমান সত্যতা স্বীকার করেন। এই সংক্রান্তে এস আই মো. মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। শনিবার সকালে আসামী কে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।