কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ভোমরা কুশখালী স্পোর্টিং ক্লাবের জয়

17
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ভোমরা কুশখালী স্পোর্টিং ক্লাবের জয়
কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ভোমরা কুশখালী স্পোর্টিং ক্লাবের জয়

নিজস্ব প্রতিবেদকঃসাতক্ষীরা কলারোয়ার খোরদো হাইস্কুল ফুটবল ময়দানে আবদুল ওদুদ (রাফি)৮ দলীয় গোল্ডকাপ নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট খেলায় ভোমরার কুশখালী স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। (২৪শে অক্টোবর) বুধবার বিকাল ৪টা ১৬ মিনিটে শুরু হওয়া ওই প্রথম রাউন্ডের শেষ- ৪র্থ ফুটবল খেলায় সাতক্ষীরা ভোমরার কুশখালী শাপলা স্পোর্টিং ক্লাব ও যশোরের আমবটলতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা অংশ গ্রহণ করে।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটে ভোমরার কুশখালী স্পোর্টিং ক্লাবের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় শাহেদ হাসান ১ গোল করে জয়ের দিকে এগিয়ে নেয় দলকে।

বিরতির পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে খেলার শেষার্ধে ৩০ সেকেন্ডের দিকে যশোরের আমবটতলা স্পোর্টিং ক্লাবের ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম হোসেন ১ গোল করে সমতা রক্ষা করলেও – ট্রাইব্রেকারে ৪-৩ গোলে সাতক্ষীরা ভোমরার কুশখালী শাপলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।

চতুর্দিকে গ্যালারি ভরা দর্শকের ওই খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মাসুদ পারভেজ মিলন এবং ধারাভাষ্যকারে ছিলেন শ্রী পলাশ কুমার ঘোষ ।