এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত

15

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের আতঙ্কেবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্যএশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমকেবিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ছে। ছোঁয়াছে এ ভাইরাসের কারণে পূর্ব নির্ধারিত খেলাগুলো স্থগিত হয়ে যাচ্ছে। ফুটবলসহ অন্যান্য অনেক ইভেন্টের বেশকিছু খেলা ইতিমধ্যেই স্থগিত হয়েছে।

চলতি মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপক্ষে বিশ্ব একাদশ ও অলস্টার এশিয়া একাদশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ ঢাকার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে এই ম্যাচ দুটি স্থগিত করল বিসিবি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চের প্রীতি ম্যাচই নয়,ম্যাচ উপলক্ষে অনুষ্ঠিতব্য১৮ মার্চের কনসার্টও স্থগিত হয়েছে। যেকনসার্টে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানেরপরিবেশনা নিয়ে উপস্থিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯টি দেশের মানুষ। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত তিনজনবাংলাদেশি রোগীর সন্ধান পাওয়া গেছে।