এরদোগানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফিলিস্তিনিরা (ভিডিও)

7
রিসেপ তাইয়্যিপ এরদোগান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। রোববার সেখানে এরদোগানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত কয়েকশ ফিলিস্তিনি ও তুর্কি নাগরিক। খবর ডেইলি সাবাহর।

তুর্কিভিত্তিক সংবাদমাধ্যমটি তাদের খবরে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ৭৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক এরদোগানের পায়ে সালাম করে তাকে বুকে জড়িয়ে ধরেছেন।

রোববার এরদোগান নিউইয়র্ক পৌঁছলে সেখানে টার্কি-আমেরিকান স্টিয়ারিং কমিটির (টিএএসসি) উদ্যোগে একটি মিটিংয়ে যোগ দেন এরদোগান। ওই মিটিংরুমে তার সঙ্গে সাক্ষাৎ করেন নিউইয়র্কে বসবাসরত ফিলিস্তিনি ও তুর্কি নাগরিকরা।

এ সময় মিটিংরুমের বাইরে দুই শতাধিক মুসলিম এরদোগানকে স্বাগত জানাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ‘উই লাভ এরদোগান’, উই লাভ তুর্কি’ লেখা প্লাকার্ড দেখা যায়।

৭৮ বছর বয়সী ফিলিস্তিনি নাগরি আবু বাকির সেরাজ এরদোগানের পায়ে সালাম করে তার সঙ্গে কোলাকুলি করেন। এ সময় তিনি এরদোগানকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নিজের দুই বাহু এরদোগানের ঘাড়ের ওপর রেখে কেঁদে ফেলেন।

আবু বাকির পরে গণমাধ্যমকে বলেন, আমি খুবই খুশি। এরদোগানের সঙ্গে সাক্ষাৎ আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু। আমি বিশ্বাস করতে পারছি না আমি এরদোগানের সাক্ষাৎ পেয়েছি।