বিনোদন রিপোর্ট:: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গিত শিল্পী ও সঙ্গীত পরিচালক এফ এ সুমনকে ঘিরে অপেক্ষায় থাকে তার গানের কোটি শ্রোতাবৃন্দ। তাই এবার ঈদে সঙ্গিত শিল্পী এফ এ সুমন তার শ্রোতাদের উপহার দিয়েছেন নতুন একক এ্যালবাম ‘মিথ্যাবাদী রে’। আগ্নিবীনার লেভেলে প্রকাশিত এই এ্যালবামটিতে সর্বমোট পাঁচটি গান রয়েছে।
এ্যালবামের গানগুলি ইতিমধ্যে শ্রোতাদের মাঝে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার ঈদে এ্যালবামটিতে নতুনন্ত খুঁজে পেয়ে খুশি শ্রোতারা।
এই এ্যালবামটিতে লিখেছেন, সোহাগ ওয়াজিউল্লাহ – মিথ্যাবাদী রে, ইবু লিখেছেন- মাওলা, এ মিজানের-পরান বান্ধি, সাইদ রহমানের লেখা- আমায় খবর দিয়ো, কামরুজ্জামান স্বাধীন লিখেছেন- ভালো নেই ভালো থেকো। প্রতিটি গানের সুর ও সঙ্গীত করেছেন এফ এ সুমন নিজেই।
মিথ্যাবাদী রে এ্যালবামটি ছাড়াও এফ এ সুমন এবার ঈদে আরো বেশ কয়েকটি এ্যালবামে কাজ করেছেন। তার মধ্যে কন্ঠ দিয়েছেন আমি যারে ভালোবাসি, আশিকি, বান্ধিয়া পরানে, মুঠো ভরে প্রেম গান সহ সুর করেছেন সোহাগ ওয়াজিউল্লাহ ও ইবু’র কথায় রিংকু কনা ও কাজী শুভর ‘এই নিবেদন’, এবং কয়েকটি এ্যালবামের।