এতিম শিশুদের রাতের খাবার ও সেহরি করার জন্য নিজ অর্থায়নে চাউল কিনে দিলেন জগলুল হায়দার এমপি

10

ষ্টাফ রিপোর্টারঃ অাজ ৩০শে মে বুধবার এতিমখানার এতিম শিশুদের রাতের খাবার ও সেহরি করার জন্য নিজ অর্থায়নে চাউল কিনে দিলেন জগলুল হায়দার এমপি। কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামে ঐতিহ্যবাহী জামিঅা এমদাদীয়া তালিমূল কোরঅান কওমী মাদ্রাসা ও এতিমখানার ৫ শতাধিক এতিম শিশুদের পবিত্র মাহে রমজানে রোজা রেখে ইফতারের পর রাতের খাবার এবং সেহরি করার জন্য অাজ সন্ধ্যায় নিজ খরচে বাজার থেকে উন্নত মানের চাউল কিনে নিজে গিয়ে দিয়ে অাসেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।

এতিম শিশুদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়। মাদ্রাসা ও এতিমখানাটি বিশিষ্ট পীরে কামেল, মোকাম্মেল, অালহাজ্জ্ব হজরত মাওলানা অজীহুর রহমান (দাঃ বাঃ) প্রতিষ্ঠা করে পরিচালনা করছেন।