একটি নিখোঁজ সংবাদ। নামঃ মিনু রাণী শিকদার, গ্রামঃ চুকনগর,পোস্টঃ আড়পাড়া,উপজেলাঃ শালিখা,জেলাঃ মাগুরা।
তিনি গত ২৩ শে জুন ২০২১ ইং, বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। তার মাথায় একটু সমস্যা আছে। তার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৩ বছর। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করুন। মোবাইল নম্বর -০১৭৫৬-২৭১৮২৮,০১৮৬৫-৮৭০৪০১।



