ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ইহুদিবাদী সেনাদের হাতে ৬০ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর তুর্কি প্রধানমন্ত্রী এ আহ্বান জানালেন।
তিনি জাতীয় সংসদে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, আংকারা ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলন ডাকবে। তিনি বলেন, “মুসলিম দেশগুলোর উচিত- কোনো ব্যর্থতা ছাড়াই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা। এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ও সমস্বরে এগুতে হবে।”
ইলদিরিম জানান, আগামী শুক্রবার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ওআইসি’র শীর্ষ সম্মেলন ডেকেছেন। তিনি বলেন, সম্মেলন শেষে বেলা তিনটার দিকে ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুল শহরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে গাজা সীমান্তে শান্তিপূর্ণ ব্যাপক বিক্ষোভ হয়। এর বিরুদ্ধে আংকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।