আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট

32
লাল সবুজের কথা

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে আগামী ৩০ মে থেকে।
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সমিতির চেয়ারম্যান ফারুক তালুকদার সোহেল।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হবে আগামী ১ জুন থেকে।
প্রতিবছরই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে কয়েক লাখ মানুষ গ্রামে যান। কিন্তু, পথে সৃষ্ট যানজট তাঁদের ভ্রমণের সেই আনন্দকে বিষাদে পরিণত করে।

এছাড়াও, রয়েছে টিকিটের বাড়তি দাম এবং বাস-ট্রেনের দেরিতে ছাড়ার ভোগান্তি।