আশুলিয়ায় পোশাককর্মীদের জন্য হেলথ ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা মেলা অনুষ্ঠিত

23

আশুলিয়া প্রতিনিধি: এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর উদ্যোগে পোশাককর্মী এবং তাদের কমিউনিটিতে বসবাসকারী মানুষের মাঝে সাধারণ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গাজীপুরের আশুলিয়ায় শুক্রবার দিনব্যাপী একটি স্বাস্থ্য ও পরিবার পরিকিল্পনা মেলার অয়োজন করা হয়। নরসিংহপুর, জিরাবোস্থ সানসাইন রেসিডিসিন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকিল্পনা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য ভিডিও প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ফোক সংগীত এবং এবং মঞ্চ নাটকের আয়োজন করা হয়।

পাশাপাশি মেলা প্রাঙ্গণে হেলথ ক্যাম্প-এর মাধ্যমে প্রায় ২০০নারী পোশাক কর্মী এবং মহিলাদের বিনামূল্যে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দেওয়া হয়। বিপুল সংখ্যক পোশাককর্মী, স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পোশাক কর্মীদের মধ্যে পরিবার পরিকল্পনা এবং শিশু স্বাস্থ্য বিষয়ে জনসচেতনা বৃদ্ধির জন্য তিন পর্বের এই হেলথ ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা মেলার প্রথম পর্বটি গত ২৯ জুন গাজীপুরের মাওনাতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় গত ৬ জুলাই কালিয়াকৈরে। আশুলিয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানটির সমাপ্ত হয়। এই কার্যক্রমটি ফ্রান্স-ভিত্তিক ক্যারিফোর ফাউন্ডেশন-এর অর্থায়নে পোশাক কর্মীদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের লক্ষ্য হলো স্বাস্থ্য বীমার মাধ্যমে পোশাক কর্মীদের জন্য স্বল্পমূল্যে মানসসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই গাজীপুর ও সাভারে অবস্থিত পাঁচটি কারখানার দশ হাজারের বেশি পোশাক শ্রমিককে স্বাস্থ্যবীমার আওতায় আনা হয়েছে।