আশাশুনি সদরের ২নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

60
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক করছেন।
আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলম ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক করছেন।

নিজস্ব প্রতিনিধি :  জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী উঠান বৈঠক করেছেন।

রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে তিনি আশাশুনি সদরের ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এ উঠান বৈঠক করেন।

আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে এবং আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম। উঠান বৈঠকে স্থানীয় মহিলা,যুব,সফরসঙ্গী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, ঢালী মো: সামছুল আলম গত নির্বাচনে ২নং ওয়ার্ডের কেন্দ্রে যেমনভাবে মানুষের ভোটে প্রথম হয়েছিলেন তদ্রুপ আগামী নির্বাচনেও সামছুল আলম প্রথম হবেন। দল,মত নির্বিশেষে সবাই সামছুল আলমের জন্য কাজ করবে। ইনশাআল্লাহ্ সামছুল আলমকে জয়যুক্ত করবো এবার ভোটে।

উঠান বৈঠক শেষে আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, যেভাবে জনগনের পাশে থেকে কাজ করছি এভাবে সামনের দিনগুলো কাজ করে যেতে চাই। আমি চেয়ারম্যান হতে পারলে আশাশুনি সদর ইউনিয়নকে একটি ডিজিটাল, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। সর্বপরি মানুষের সেবায় যেভাবে নিজেকে সমর্পণ করেছি তেমনিভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।