
নিজস্ব প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি আশাশুনি সদরের ৮নং ওয়ার্ডের হাড়িভাঙ্গা এনএইচকেটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় করেন।
৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সরকার গৌর চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রনজিৎ কুমার বৈদ্য, কালিদাস চক্রবর্তী,প্রভাষক নুরুল হুদা,ইউপি সদস্য ছাত্তার গাজী, বাবু মঙ্গল রজত, আকবর আলী খোকন ,বাবু ভরত সরকার, ব্যাংকার তপন কুমার মন্ডল,ব্যবসায় শহীদুল ইসলাম খোকন প্রমূখ।
স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে ঢালী মো: সামছুল আলমের জন্য আমরা কাজ করবো। যে কোনো ভোট কেন্দ্র ছাড়া হাড়িভাঙ্গা স্কুলের এই কেন্দ্রে ঢালী মো: সামছুল আলমকে বেশি ভোট দেবে সেজন্য কাজ করছি আমরা।এসময় এলাকার শত শত নারী, পুরুষ, যুব-ছাত্র দলভেদে উপস্থিত ছিলেন।
স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, আমি বিগত দিনে যেমনটা সবার পাশে থেকে কাজ করেছি এবং করছি সেটা আগামী দিনেও অব্যাহত থাকবে।



