
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম তার নির্বাচনী এলাকার হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। পরে নির্বাচনী মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ ডিসেম্বর) বিকাল থেকে শুরু হয় শোডাউন যাত্রা। গত কয়েকদিন তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান শেষে শনিবার বিকালে ঢাকা হয়ে সাতক্ষীরা থেকে বাড়ি ফেরার পথিমধ্যে বুধহাটা থেকে তার নির্বাচনী এলাকার শত শত মানুষ মটরসাইকেল নিয়ে তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসতে যায়। এতে প্রায় কয়েকশত মানুষকে নিয়ে বুধহাটা থেকে রওনা হয়ে চাপড়া, চাপড়া বাসস্ট্যান্ড, ফায়ারসার্ভিস অফিস মোড়, আশাশুনি বাজার প্রদিক্ষণ হয়ে হাড়িভাঙ্গা বাজারে যান। সেখান থেকেও এলাকার বিভিন্নস্থানে যান, মানুষের সাথে কথা বলেন, কুশল বিনিময় করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।