আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

526

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) দিনব্যাপী দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ঢালী মো. সামছুল আলম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স.ম. সেলিম রেজা মিলন,
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ.এস.এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম হুমায়ন কবির সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য স.ম ফজলুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য  মো. সিরাজুল ইসলাম, সংরক্ষিত অভিভাবক সদস্য মোছা: হামিদা খাতুন, মো. ইলিয়াছ সরদার, আকিবর রহমান, মো. সালাউদ্দিন মোড়ল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃঞ্চ সরকার, শিক্ষক আ.ন.ম আলমগীর কবির, সুনিল কুমার মন্ডল, বিদ্যুত বরণ মন্ডল, রবি শংকর রায়, নাজমা পারভীন, অভিজিত মল্লিক, মো. আবুল ফজল পলাশ, মো. মুনজুর রহমান, রেজভী সুলতানা, মো. সালাউদ্দীন, জাহানারা খাতুন, তাহমিনা আক্তার, আজমল হুসাইন, ওয়ালিদ হোসেন, আব্দুর রহমান, ছুন্নত আরা পারভীন, এসএম হাবিবুল্লাহ বাহার ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।