নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের
বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের
সূত্র : প্রধান শিক্ষকের ০২-১০-২০২১ তারিখের আবেদন (আইডি- ৮৭০৮) এবং ২৬ অক্টোবর ২০২১ তারিখের স্মারক নং : বিঅ-৬/৪৯৫১/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৫৬০১ এর মাধ্যমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৮-০৫-২০২০ তারিখের পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বড়ি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯” এর প্রবিধি ৩৯ অনুসারে নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটিতে ঢালী মো: সামছুল আলম, (পিতা: মৃত আবুল হোসেন) কে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে।
তিনি পূণরায় বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার বিকালে আশাশুনির বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।