নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি ঢালী মো. সামছুল আলমের প্যানেল সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সম্পূর্ণ সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে পুরুষ সদস্য হিসাবে সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে প্রথম হয়েছেন মো. ইলিয়াছ হোসেন, সালাইদ্দীন মোড়ল ১০৪ ভোট পেয়ে দ্বিতীয় এবং মো. আকিবর রহমান ১০৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১০৪ ভোট পেয়ে হামিদা খাতুন প্রথম হয়েছে।
প্রিজাইডিং অফিসার হিসাবে আশাশুনি উপজেলা
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান দায়িত্ব পালন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক সহ এলাকার বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।