নিজস্ব প্রতিনিধি : শেখ রাসেল দিবস উপলক্ষে বে-সরকারি সংস্থা উন্নয়ন-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটা ইউনিয়নে দিবসটি পালিত হয়েছে।
পল্লী-কর্মসহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগী সংস্থা “উন্নয়ন”-এর মাধ্যমে অতিদরিদ্র মানুষের জন্য বাস্তবায়িত হচ্ছে প্রসপারিটি প্রকল্পটি।

প্রকল্প সমন্বয়কারী মো: তারিকুর রহমানের তত্ত্বাবধানে কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সাইদুর রহমান এবং কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো: শফিউল ইসলাম-এর উপস্থিতিতে বুধহাটা প্রকল্পটির আওতায় প্রসপারিটি বুধহাটা মা ও শিশু ফোরামে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আদর্শ রন্ধন পদ্ধতি পুষ্টি পরিমাপ আলোচনা সভায় ইত্যাদির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সাদিকুর রহমান।
উক্ত প্রকল্পের আওতায় শোভনালী ইউনিয়নে ১টি মা ও শিশু ফোরামে, ১টি কিশোরী ক্লাবে এবং ৬০টি প্রসপারিটি গ্রাম কমিটি। এছাড়াও বুধহাটা ইউনিয়নের ১টি মা ও শিশু ফোরামে এবং ৪৫টি প্রসপারিটি গ্রাম কমিটিতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
