আশাশুনি প্রতিনিধি ।। করোনা ভাইরাস প্রতিরোধে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সেনা বাহিনীর সদস্যদের নিয়ে মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করেন। আশাশুনি সদর, বুধহাটা, কুল্যা, কাদাকাটি ও বড়দল ইউনিয়নের বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত অন্য কোন দোকান খোলা রাখা হয়েছে কিনা, দ্রব্যমূল্য ঠিক আছে কিনা, অহেতুক মানুষ বাইরে বেরিয়েছে কিনা তা তদারকি করা হয়।
তাদের উপস্থিতি জানতে পেরে কাদাকাটি হাজীরহাটের অধিকাংশ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালালেও এক ব্যবসায়ী দোকান খুলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ দোকানটি চায়ের দোকান ছিল, বর্তমানে ফলফলাদি উঠিয়ে ব্যবসা করা হচ্ছে।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে মোটর সাইকেল চালক আরিফুল (চাঁদপুর) কে ৫০০ টাকা, মামুন (দরগাহপুর) কে ২০০ টাকা ও বুধহাটা বাজারের মুদি ব্যবসায়ী নিরঞ্জন কুমার সাধুকে ২০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মীর আলিফ রেজা।