আশাশুনির ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

23
আশাশুনির ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ক্লিনিক পরিদর্শন করেন। ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক ধান্যহাটি গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের রোগী দেখা ও সরকারি ভাবে প্রাপ্ত ঔষধ পত্র প্রদান করে থাকে।

ক্লিনিকের কার্যক্রম, রোগি দেখা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদানসহ সার্বিক অবস্থা দেখতে ক্লিনিকটি সরেজমিন পরিদর্শন করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। এসময় স্বাস্থ্য পরিদর্শক মাহবুর রহমার, ক্লিনিকে কর্মরত সিএইচসিপি বজলুর রহমান বাবু, স্বাস্থ্য সহকারী চন্দ্র শেখর উপস্থিত ছিলেন।

এ সময় ক্লিনিকে আগত রোগীদের সাথে কথা বলেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পরামর্শ এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন।