আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। রোববার বেলা ১১টায় কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জীসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলেন। পুরো ঘটনার বর্ণনা শুনেন ও মন্দিরের চারিপাশে বাড়িওয়ালাদের খোঁজ খবর নেন। পরে সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, মন্দির থেকে মূর্তি চুরি হওয়ার ঘটনায় আমরা খুবই অনুতপ্ত। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রæত চোরদের কে চিহ্নিত ও দুটি মূর্তি উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, আমাদের দক্ষ অফিসাররা এখন মাঠে কাজ করছে অতিদ্রæত এর মোটিভ উন্মোচন হবে।
এসময় আশাশুনি থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মামুন হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই বৃহস্পতিবার ঐ মন্দির থেকে তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরির ঘটনা ঘটে। পরে অনেক খোঁজাখুজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মূর্তি দুইটির মধ্যে একটি কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। যার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা।
এঘটনায় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী বাদী হয়ে গত ১২ জুলাই আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।


