মো. জাবের হোসেন : সাতক্ষীরার আশাশুনি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে ৩৪ তম বিসিএস ক্যাডার মো. ইয়ানুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তিনি নতুন কর্মস্থল আশাশুনিতে যোগদান করেন।
নবাগত নিয়োগ পাওয়া মো. ইয়ানুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী। সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। এরপর উচ্চশিক্ষা গ্রহণে যুক্তরাষ্ট্রে যেতে বিশ্বব্যাপী মর্যাদাশীল জিআরই পরীক্ষায় নির্বাচিত হন। তবে পরে লক্ষ্য পরিবর্তন করে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। সহকারী কমিশনার (ভূমি)
হিসেবে তিনি বরগুনা, মেহেরপুর ও বাগেরহাটে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি তাকে পদন্নতি দিয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ করা হয়। ব্যক্তি জীবনের এক সন্তানের পিতা, এই কর্মকর্তার গ্রামের বাড়ি যশোরে।
এদিকে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুসেইন খাঁন পদোন্নতিপ্রাপ্ত হয়ে ঢাকার পরিকল্পনা মন্ত্রণালয় যোগদান করবেন বলে জানা গেছে।