আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালীতে গলায় ওড়না পেচিয়ে এক যুবকের আতœহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর ৫টার দিকে শোভনালী পশ্চিমপাড়া এলাকার মৃত রেজাউল সরদার ছেলে আব্দুর রহমান (২০) তার নিজ ঘরের তাল কাঠের আড়ার সাথে ওড়না পেচিয়ে সে আতœহত্যা করে। আব্দুর রহমান এর স্ত্রী সোনিয়াসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাথায় যন্ত্রণাসহ মস্তিষ্ক বিকৃত রোগে ভুগছিলেন তিনি।
শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি ও তার স্ত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠে তাকে অনেক খোঁজাখুজির পরে পাশের ঘরের তাল কাঠের সাথে ঝুলতে দেখা যায়।
এসময় তার স্ত্রীর চিৎকারে পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে পুলিশী তদন্ত অব্যহত ছিলো।