আশাশুনিতে কর্মরত দৃষ্টিপাতের সাংবাদিক ও পরিবেশকদের সাথে মতবিনিময়

34

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে কর্মরত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক ও পত্রিকা পরিবেশকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম। এসময় তিনি বলেন, করোনার মত দূর্যোগেও দৃষ্টিপাতকে না ছেড়ে পাঠকরা তাদের মনের মনি কুঠায় জায়গা দিয়েছেন। পত্রিকাটির মাধ্যমে আমরা প্রতিদিন শিশু ও স্বাস্থ্য বিষয়ক টিপস, হাদীস, বিভিন্ন মনিষীদের বাণী, সাধারণ জ্ঞান, রাশিফলসহ নতুন নতুন খবর পৌছে দিচ্ছি। পত্রিকাটির আরও শ্রীবৃদ্ধি ঘটিয়ে নতুন নতুন পাঠকের কাছে কিভাবে পৌছে দেওয়া যায় সে চেষ্টা আমাদের সকলকে করতে হবে।

এসময় তিনি অনিয়ম, দূর্ণীতি অব্যবস্থাপনার বিরুদ্ধচারণ করে সততা, নির্ভেজাল নিরপেক্ষতা, সত্যের তীরে অবস্থান করে দৈনিক দৃষ্টিপাত এর সাংবাদিকদের লেখনির মাধ্যমে আশাশুনির উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক দৃষ্টিপাতের বার্তা সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, ম্যানেজার বুলবুল আহমেদ, চীফ রিপোর্টার মাছুদুজ্জামান সুমন।

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের আশাশুনি ব্যুরো জিএম আল ফারুকের সঞ্চালনায় এসময় বিশেষ প্রতিনিধি এম এম নুর আলম, শ্রীউলা প্রতিনিধি শাহজাহান হাবীব, বড়দল প্রতিনিধি প্রভাষক শিবপদ সরকার, প্রতাপনগর প্রতিনিধি মাছুম বিল্লাহ, কুল্যা প্রতিনিধি আব্দুল মোমিন, আশাশুনি এলাকার পত্রিকা পরিবেশক নূর ইসলাম, বুধহাটার রেজাদুল ইসলাম, কাদাকাটির নূর ইসলাম, মহিষকূড় এর আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।