আশাশুনিতে উন্নয়ন এনজিওর স্টাফদের মাঝে কোভিভ-১৯ রেজিস্ট্রেশন সম্বলিত লিফলেট বিতরণ

27
উন্নয়ন সংস্থার পক্ষে আশাশুনি শাখার স্টাফদের মাঝে কোভিভ-১৯ রেজিস্ট্রেশন সম্বলিত লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরার এরিয়া ম্যানেজার (এএম) ও আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির পিসি মো. জহুরুল ইসলাম। ছবি - লাল সবুজের কথা।

নিজস্ব প্রতিনিধি : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক ও কারিগরী সহযোগিতায়, আর্থ সামাজিক প্রতিষ্ঠান “উন্নয়ন” আশাশুনিতে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উন্নয়ন এনজিওর পক্ষ থেকে প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আশাশুনি সদর ইউনিয়নে বিনামূল্যে কোভিভ-১৯ (করোনাভাইরাস) ভ্যাকসিন নিবন্ধন এবং টিকা কার্ড বিতরণের জন্য ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। আশাশুনি শাখার ফিল্ড অফিসার, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিদর্শক সহ সবার কাছে ৬০০ শত লিফলেট বিতরণ করা হয়।

আশাশুনির শাখা ব্যবস্থাপক মো. ঈদ্রীস আলী ফিল্ড কর্মকর্তার হাতে লিফলেট তুলে দিচ্ছেন। ছবি - লাল সবুজের কথা।
আশাশুনির শাখা ব্যবস্থাপক মো. ঈদ্রীস আলী ফিল্ড কর্মকর্তার হাতে লিফলেট তুলে দিচ্ছেন। ছবি – লাল সবুজের কথা।

সংস্থার সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার (এএম) ও সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মো. জহুরুল ইসলাম বিনামূল্যে কোভিভ-১৯ নিবন্ধন ও টিকা কার্ড বিতরণ কর্মসূচি সম্পর্কে বলেন, আশাশুনি সদর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আমরা সংস্থার পক্ষে আগেও বিনামূল্যে নিবন্ধন করেছি এবং টিকা কার্ড বিতরণ করেছি। আর এখন ব্যাপক নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সে লক্ষে আমরা চাই আশাশুনি সদর ইউনিয়নের সমস্ত ৩০ উর্দ্ধের ব্যক্তিরা কোভিভ-১৯ নিবন্ধনের আওতায় এসে নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করুক। সে লক্ষে আমরা কাজ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মো. ঈদ্রীস আলী, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, লিফট কর্মসূচির মৎস্য কর্মকর্তা মো. তানভীর রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন, স্বাস্থ্যকর্মী সহ ফিল্ড অফিসারবৃন্দ।