অাশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় আশাশুনি ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের ৩২ জন শিক্ষিকাদের নিয়ে ০৫ দিন ব্যাপি বিষয়কভিত্তিক মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি গত ২৭ মে, ২০১৮ হতে ৩১ মে, ২০১৮ পর্যন্ত পরিচালনা করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার মাষ্টার ট্রেইনারগণ, প্রাইমারি বিদ্যালয়ের বাংলা, ইংরেজী এবং গণিতের শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণটি সার্বিক ভাবে পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাবের হোসেন এবং সমৃদ্ধি কর্মসূচির আশাশুনি ইউনিয়ন সমন্বয়কারী মোঃ তারিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক অতীশ দীপঙ্কর মন্ডল, সমৃদ্ধি এমআইএস কর্মকর্তা তাপসী তরফদার, স্বাস্থ্য সহকারী মোঃ ইকবাল কবির,তানভীর রেজা এবং মাঠকর্মীগণ।
উক্ত প্রশিক্ষণে শিক্ষা সহায়তা কার্যক্রমে আশাশুনি ইউনিয়নে বত্রিশ জন শিক্ষিকাকে সমাজ ও কমিউনিটির উন্নয়নে সম্পৃক্ততা, শিক্ষিকার সমন্বয়ে অভিভাবক কমিটি গঠন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন, শিশুদের মাঝে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সৃষ্টি, নীতি ও নৈতিকতাবোধ, সদাচারণ, শ্রদ্ধাবোধ, নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ঝড়ে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট করা সহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়