লাল সবুজের ডেক্সঃসাতক্ষীরার অালম লাইব্রেরীর স্বত্তাধিকারী ও নগরঘাটার মৃত্যু শামসুদ্দীন ডাক্তারের ছেলে শরিফুল অালম বাবু অার নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। অাজ শুক্রবার ( ২৫ মে) ভোর ৫ টা বেঁজে ১০ মিনিটে তিনি নগরঘাটার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। পিতা-মাতার নয় সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দূর-দূরান্ত থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা এক পলক দেখার জন্য ভিড় জমাচ্ছেন তার বাড়িতে।
শরিফুল অালম বাবু বেশ কিছুদিন থেকে অসুস্থ্যতাজনিত কারণে ভুগছিলেন।অাজ জুম্মা নামাজের পর মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পূর্ন করা হবে।